১৯ জুলাই, ২০২৩ ১৬:৫৪

পাবনায় আতঙ্ক ছড়াচ্ছে ডেঙ্গু

পাবনা প্রতিনিধি:

পাবনায় আতঙ্ক ছড়াচ্ছে ডেঙ্গু

পাবনায় উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। এক সপ্তাহে পাবনা জেনারেল হাসপাতালে ২৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এখনই প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে ডেঙ্গু প্রকট আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

ঢাকা কলেজের শিক্ষার্থী সৌরভ। পাবনার সুজানগরের তালিম নগরের বাসিন্দা তিনি। ঈদের ছুটি শেষে কলেজ ক্যাম্পাসে ফিরে যান তিনি। সেখানে যাবার কিছুদিনের মধ্যেই জ্বরে আক্রান্ত হন সৌরভ। জানতে পারেন ডেঙ্গু আক্রান্ত তিনি। এরপর গত এক সপ্তাহ ধরে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখনো অবস্থার তেমন উন্নতি হয়নি বলে জানান তিনি। শুধু সৌরভ নয়, সৌরভের মত অনেকেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালের বেডে কাতরাচ্ছেন। 

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, এ মাসেই উদ্বেকজনক হারে বেড়েছে ডেঙ্গু রোগী। বছরের অন্যান্য মাসগুলোতে তেমন ডেঙ্গু রোগী দেখা যায়না। চলতি মৌসুমে জেলায় মোট ৪৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। গত বছর জেলায় ১০৩৮ জন ডেঙ্গুতে আক্রান্ত রাগী শনাক্ত ছিলো। এ বছর মোট আক্রান্তের মধ্যে সুস্থ্য হয়েছেন ৩৪ জন। বর্তমানে পাবনা জেনারেল হাসপাতালে ১২ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। গত এক সপ্তাহে জেলায় ২৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। যা মোট আক্রান্তের অর্ধেকেরও বেশি। আক্রান্তের অধিকাংশই ঢাকা থেকে ডেঙ্গু বহন করে এনেছেন।

পাবনা জেনারেল হাসপাতাল সুত্র জানায়, আপাতত মেডিসিন ওয়ার্ডের কয়েকটি বেডে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে। হাসপাতালে আলাদা করে এখনো ডেঙ্গু ওয়ার্ডের ব্যবস্থা করা হয়নি। তবে পরিস্থিতি আরো অবনতি হলে আলাদা ওয়ার্ডের ব্যবস্থা করা হবে বলেও জানান হাসপাতাল কর্তৃপক্ষ। একই সাথে এ রোগীদের সার্বক্ষণিক চিকিৎসা সেবা নিশ্চিতের লক্ষ্যে এ ওয়ার্ডে চিকিৎসকও বাড়ানো দেয়া হবে।

পাবনা জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট সালেহ মুহাম্মদ আলী জানান, বছরের এই সময়টা ডেঙ্গু বিস্তারের সুবিধাজনক সময়। যার ফলে বছরের অন্যান্য সময়ের তুলনায় এই সময়টাতে ডেঙ্গু প্রাদুর্ভাব বেড়ে যায়। হাসপাতালে রোগীর সংখ্যা বাড়তে থাকে। গত সপ্তাহে হাসপাতালে রেকর্ড সংখ্যক ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। 

তিনি জানান, এ আশঙ্কা থেকে মুক্তি পেতে সবাইকে সচেতন ভূমিকা পালন করতে হবে। যেকোনো জায়গায় তিনদিনের বেশি সময় পানি জমিয়ে রাখা যাবে না। আশেপাশের পরিবেশ সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার চেষ্টা করতে হবে। এ বিষয়ে সচেতন থাকতে হবে। 
এ বিষয়ে পাবনা পৌরসভার মেয়র শরীফ উদ্দিন প্রধান জানান, ইতিমধ্যেই ঔষধ ছিটানো ও পরিষ্কার-পরিচ্ছন্নের মত সকল কাজই পৌরসভা করছে। এছাড়া সচেতনতা সৃষ্টিতে পাড়া-মহল্লায় মাইকিংও করা হচ্ছে। 

এ ব্যাপারে পাবনা ডেপুটি সিভিল সার্জন ডা. খায়রুল কবির জানান, ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতনতাই প্রধান বিষয়। প্রত্যেককেই ডেঙ্গু বিষয়ে সচেতন হতে হবে। এ বিষয়ে সকলকে সচেতন হতে বলা হচ্ছে। এছাড়া ইমাম সাহেবদেরও বলা হয়েছে এ বিষয়ে খুতবা বা অন্যান্যভাবে মানুষকে সচেত করতে।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর