১৯ জুলাই, ২০২৩ ১৮:৩০

ডেঙ্গু প্রতিরোধে ‘টিম খোরশেদ’-এর টেলিমেডিসিন সেবা চালু

অনলাইন ডেস্ক

ডেঙ্গু প্রতিরোধে ‘টিম খোরশেদ’-এর টেলিমেডিসিন সেবা চালু

মশাবাহিত ডেঙ্গু বর্তমানে মহামারি হিসেবে দেখা দিয়েছে। পরিসংখ্যানে দেখা গেছে, ডেঙ্গুতে মৃত্যু হার কোভিডের চেয়ে বেশি। এই অবস্থায় ডেঙ্গু  প্রতিরোধের লক্ষে ফ্রি টেলিমেডিসিন সেবা চালু করেছে ‘টিম খোরশেদ’। এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন টিম খোরশেদ’র সদস্য সচিব আলী সাবাব টিপু।

এতে বলা হয়েছে, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত যেকোন মানুষ হটলাইন ০১৭০৬-৮৩৩০৯৪ নম্বরে ফোন করে এই সেবা নিতে পারবেন। চিকিৎসা সেবা প্রদান করবেন টিম খোরশেদ’র স্থায়ী সদস্য লায়ন ডা. ফারজানা ইয়াসমিন। প্রয়োজনে চিকিৎসকের সংখ্যা বৃদ্ধি করা হবে। উল্লেখ্য, করোনাকলীন সময়েও টিম খোরশেদ’র ৮ জন চিকিৎসক বিনামূল্যে প্রায় ১৫ হাজার মানুষকে চিকিৎসা সেবা প্রদান করেন।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর