২৫ জুলাই, ২০২৩ ১৪:৩৪

শেবাচিমে রেকর্ড ২২১ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন, একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

শেবাচিমে রেকর্ড ২২১ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন, একজনের মৃত্যু

শেবাচিমে রেকর্ড ২২১ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন, একজনের মৃত্যু

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা আরও বেড়ে নতুন রেকর্ড হয়েছে। সব শেষ মঙ্গলারের রিপোর্ট অনুযায়ী, সোমবার চিকিৎসাধীন ছিলেন ২২১ জন রোগী। যা এই হাসপাতলে চলতি বছরের সর্বোচ্চ সংখ্যক চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর রেকর্ড।

এদিকে চিকিৎসাধীন অবস্থায় সোমবার একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। তার নাম জালাল বেপারী (৭৫)। তিনি পিরোজপুরের নাজিরপুর এলাকার বাসিন্দা। জ্বরে আক্রান্ত হয়ে গত সোমবার শের-ই বাংলা মেডিকেলের মেডিসিন বিভাগের ডেঙ্গু কর্নারে ভর্তি হন তিনি। ওইদিন রাতে অবস্থায় তার মৃত্যু হয়।

হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে গত রবিবার চিকিৎসাধীন ছিলেন দ্বিতীয় সর্বোচ্চ ২১৬ জন, শনিবার ২০৫ জন, শুক্রবার ১৯০ জন, বৃহস্পতিবার ১৫৩ জন, বুধবার ১৬০ জন এবং গত মঙ্গলবার চিকিৎসাধীন ছিলেন ১৫৫ জন ডেঙ্গু রোগী। 

এই তথ্য নিশ্চিত করে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত সোমবার রাতে একজন-সহ এ নিয়ে গত ৩ মাসে ৪ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে।

বিডি প্রতিদিন/কালাম

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর