২৬ জুলাই, ২০২৩ ১১:১১

জাবিতে বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ, ১ মাসে শনাক্ত শতাধিক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

জাবিতে বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ, ১ মাসে শনাক্ত শতাধিক

ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ক্রমেই বেড়ে চলেছে ডেঙ্গুর সংক্রমণ। আক্রান্তদের কাতারে শিক্ষার্থী-শিক্ষক ছাড়া প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীরাও রয়েছেন। গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের সর্বনিম্ন প্লাটিলেট শনাক্ত করেছে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্র।

চিকিৎসা কেন্দ্রের দেওয়া তথ্য মতে, গত ১ মাসে প্রায় ১০০ জনেরও বেশি ডেঙ্গু শনাক্ত করেছেন তারা। অন্যান্য বছরের চেয়ে আক্রান্তের এই সংখ্যা সর্বোচ্চ বলে জানায় চিকিৎসা কেন্দ্রের প্যাথলজি বিভাগ। তবে আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত কারও মৃত্যুর ঘটনা ঘটেনি। আক্রান্তদের অনেকেই হাসপাতালে ভর্তি হয়ে সুস্থ হয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসা কেন্দ্রের প্রধান মেডিকেল অফিসার ডা. শামসুর রহমান।

এদিকে ক্যাম্পাসে আশঙ্কাজনক হারে মশার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ডেঙ্গু আতঙ্কে ভুগছেন শিক্ষার্থীরা। ফলে দিনের বেলাতেও মশারি টাঙিয়ে থাকতে দেখা গেছে তাদের। শিক্ষার্থীদের অভিযোগ, মশার উপদ্রব বৃদ্ধি পেলেও যথাযথ কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আবদুর রহমান (এস্টেট) বাংলাদেশ প্রতিদিনকে বলেন, হল কর্তৃপক্ষগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য বলা হয়েছে। এছাড়া, আমরা প্রতিটি হলসহ ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে ফগার মেশিনের মাধ্যমে মশা নিধনে ওষুধ স্প্রে করছি।

মশার বিস্তার রোধে ঝোপঝাড় পরিষ্কার রাখার পাশাপাশি লার্ভিসাইড প্রয়োগ ও ফগার মেশিন ব্যবহারের পরামর্শ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক কীটতত্ত্ববিদ ড. কবিরুল বাশার।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর