৩০ জুলাই, ২০২৩ ১৫:৩১

বরগুনায় ২৪ ঘণ্টায় নতুন ১০ ডেঙ্গু রোগী হাসপাতালে

বরগুনা প্রতিনিধি

বরগুনায় ২৪ ঘণ্টায় নতুন ১০ ডেঙ্গু রোগী হাসপাতালে

ফাইল ছবি

বরগুনা জেনারেল হাসপাতালে শনিবার (২৯ জুলাই) সকাল ৮টা থেকে আজ রবিবার সকাল ৮টা পর্যন্ত ৫২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এছাড়াও এসময়ে জেলার ৫টি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ডেঙ্গু আক্রান্ত ৭৮ জন ভর্তি হয়েছে। জেলায় গত ২৪ ঘণ্টায় ভর্তি ১৩০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী। বরগুনা সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে।

এদিকে, বরগুনার পাথরঘাটা এবং তালতলী স্বাস্থ্য কেন্দ্রে ৩ বছরের অধিক সময় প্যাথলজি মেডিকেল টেকনোলজিস্ট পদ শূন্য থাকায় ল্যাবে কোনও ধরনের পরীক্ষা হচ্ছেনা। ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাবার পরও এই দুইটি স্বাস্থ্য কেন্দ্রে ডেঙ্গু জীবাণু শনাক্ত করতে না পারায় সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বাধ্য হয়ে বাহিরের প্যাথলজি থেকে তাদেরকে পরীক্ষা করাতে হচ্ছে। 


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর