৩০ জুলাই, ২০২৩ ১৬:০৫

শেবাচিমে আরও একজন ডেঙ্গু রোগীর মৃত্যু, রেকর্ড ২৩৮জন চিকিৎসাধীন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

শেবাচিমে আরও একজন ডেঙ্গু রোগীর মৃত্যু, রেকর্ড ২৩৮জন চিকিৎসাধীন

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) চিকিৎসাধীন অবস্থায় আরও একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসে এই হাসপাতালে ৬ জন রোগীর মৃত্যু হয়েছে। এদিকে হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যায় আবারও নতুন রেকর্ড হয়েছে। 

রবিবারের রিপোর্ট অনুযায়ী গত শনিবার ২৩৮ জন রোগী। যা সাম্প্রতিক বছরে চিকিৎসাধীন সর্বাধিক ডেঙ্গু রোগীর রেকর্ড।   

হাসপাতাল সূত্রে জানা যায়, জেলার উজিরপুরের জামবাড়ি এলাকার হরিদপ বল্লভ (৮৫) জ্বরে আক্রান্ত হয়ে গত ২৬ জুলাই শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের ডেঙ্গু কর্নারে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় ২৯ জুলাই (শনিবার) বিকেল ৫টার দিকে তার মৃত্যু হয়। এ নিয়ে হাসপাতালে চলতি মাসে ৬ জন এবং গত ৩ মাসে ৮ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো। 

এদিকে হাসপাতালের সব শেষ রিপোর্ট অনুযায়ী গত শনিবার মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলো সর্বাধিক ২৩৮ জন ডেঙ্গু রোগী। যা সাম্প্রতিক বছরে চিকিৎসাধীন সর্বোচ্চ ডেঙ্গু রোগীর রেকর্ড। এর আগে শুক্রবার চিকিৎসাধীন ছিলেন দ্বিতীয় সর্বোচ্চ ২২৩ জন রোগী, বৃহস্পতিবার ২০৭ জন, বুধবার ১৯০ জন, মঙ্গলবার ২০১ জন এবং গত সোমবার চিকিৎসাধীন ছিলেন ২২১ জন রোগী। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর