১ আগস্ট, ২০২৩ ১১:৩৮

বেনাপোলে বাড়ছে ডেঙ্গুর প্রভাব

বেনাপোল প্রতিনিধি

বেনাপোলে বাড়ছে ডেঙ্গুর প্রভাব

বেনাপোল ও শার্শা জুড়ে বিরাজ করছে ডেঙ্গু আতঙ্ক। গত এক সপ্তাহে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৩১ জন রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। দিন দিন বাড়ছে ডেঙ্গুর ভয়াবহতা। গত ৩১ জুলাই হাসপাতালে ভর্তি হয়েছেন ৬ জন রোগী। ডেঙ্গু আতঙ্কে বেড়ে গেছে মশারির ব্যবহার। বিনা প্রয়োজনে অনেকেই ঘর থেকে বের হচ্ছে না।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ লক্ষিন্দর দাস জানান, উপজেলার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মধ্যে জ্বর দেখা যাচ্ছে। দিন দিন ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। দিনে ও রাতে সবসময় মশা থেকে নিরাপদে থাকতে হবে। গ্রামের প্রতিটি মানুষ সচেতন থাকতে হবে। ডেঙ্গুর উপসর্গ নিয়ে অনেকেই বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। অবহেলা না করে উপসর্গ দেখা দিলে দ্রুত রেগীকে হাসপাতালে ভর্তি করাতে হবে। 

এছাড়া হাসপাতালে আক্রান্ত রোগীদের তরল খাবারের পাশাপাশি ডাবের পানি, ভিটামিন সি জাতীয় পুষ্টিকর খাবার হাসপাতাল থেকে সরবরাহ করা হচ্ছে। 


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর