৬ আগস্ট, ২০২৩ ১৫:০৫

নেত্রকোনায় ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক সেমিনার

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক সেমিনার

ছবি- বাংলাদেশ প্রতিদিন।

নেত্রকোনায় ডেঙ্গু মহামারি পর্যায়ে যাওয়ার পূর্বেই এটি প্রতিরোধে করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৬ আগস্ট) বেলা ১২টায় শহরের কাটলি এলাকায় স্থানীয় প্রশাসন, স্বাস্থ্য বিভাগের চিকিৎসক, নার্স, জনপ্রতিনিধি, ছাত্র-শিক্ষক, সাংবাদিক, স্বেচ্ছাসেবী সংগঠকসহ সকল শ্রেণির পেশার মানুষদের নিয়ে এই সেমিনারটির আয়োজন করেছে বেসরকারি সংগঠন সেরা ও এডাব। সেমিনারে জেলার বর্তমান ডেঙ্গু পরিস্থিতি তুলে ধরা হয়।

জানা গেছে, জেলা সিভিল সার্জন কার্যালয়ের হিসাব অনুযায়ী চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু রোগীর চিকিৎসা হয়েছে ১৪৫ জনের। শুধুমাত্র হাসপাতালে বিভিন্ন সময়ে ভর্তি হওয়া রোগীদের ওপর ভিত্তি করে পাওয়া গেছে এ তথ্য। এর বাইরে থাকা রোগীদের কোনও পরিসংখ্যান পাওয়া যায়নি। জেলার ১০ হাসপাতাল সহ বিভিন্ন সেবাকেন্দ্রে ভর্তি রয়েছে ২৪ জন ও গত ২৪ ঘন্টায় নতুন রোগী ভর্তি হয়েছে ৪ জন। 

জেলায় এর প্রাদুর্ভাব ভয়ংকর হওয়ার আগেই এডিস মশা নিধনে পৌরসভা, স্বাস্থ্য বিভাগ সহ স্থানীয় প্রশাসনকে কার্যকরী পদক্ষেপ নেয়ার জন্য তাগিদ দেয়া হয়। সেইসাথে ব্যাপক জনসচেতনতা বাড়াতে যার যার অবস্থান থেকে কার্যকর উদ্যোগের দাবী জানানো হয়। 

সেমিনারে সেরার নির্বাহী পরিচালক এস এম মজিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক নিরঞ্জন বন্ধু দাম, সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) আকলিমা আক্তার, সিভিল সার্জন কার্যালয়ের ডাক্তার ফারিয়া আজমাইন সুইটি, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মান্নান খান আরজু, জেলা আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মজিবুর রহমান জজ, প্রবীণ সাংবাদিক শ্যামলেন্দু পাল, সাংবাদিক আলপনা বেগম, সংস্কৃতি কর্মী নাঈম সুলতানা লিবনসহ অন্যরা। 

এসময় পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক নিরঞ্জন বন্ধু দাম বলেন, করোনা এবং যক্ষার চেয়ে ডেঙ্গু প্রতিরোধযোগ্য রোগ। ডেঙ্গু আক্রান্তকে এডিস মশা কামড়ে অন্য একজনকে কামড় দিলেই শুধু ছড়ায়। এছাড়া ছড়ায় না। কিন্তু করোনা এবং যক্ষা হাছি কাশি দিলে হাতে হাত মেলালে এক সাথে চলাচলেই ছড়ায়। কাজেই ডেঙ্গু প্রতিরোধে বা নিয়ন্ত্রণে সচেতন এবং পরিস্কার পরিছন্নতাই একমাত্র কাজ। সকলের সম্মিলিত উদ্যোগে অনায়াসেই ডেঙ্গু মুক্ত করা যেতে পারে বলেও জানান তিনি। 


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর