৬ আগস্ট, ২০২৩ ১৬:৩৯

সিরাজগঞ্জে ডেঙ্গু আক্রান্ত আরও ২১ জন

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে ডেঙ্গু আক্রান্ত আরও ২১ জন

সিরাজগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় ২৯৬ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে একজন মারা গেছে। 

প্রতিদিন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভীড় করছে মানুষ। অন্যদিকে শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ডেঙ্গু রোগীর রক্তের প্লাটিলেট পরীক্ষার ব্যবস্থা না থাকায় রোগীরা চরম বিপাকে পড়েছেন। 

হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের মধ্যে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে ১০ জন, শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জন, খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন, কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন ও শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন। প্রতিদিনই জেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। 

সিরাজগঞ্জ জেলা সিভিল সার্জন অফিসের পরিসংখ্যান কর্মকর্তা হুমায়ুন কবির জানান, জেলায় ২৯৬ জন মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হলেও ইতোমধ্যে ২৩৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। গত ২৩ জুলাই কোরবান আলী শেখ নামে এক যুবক এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বর্তমানে হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রয়েছেন ৫৬ জন রোগী।

সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার রায় ডেঙ্গু রোগীর সংখ্যা ক্রমশ বাড়ায় মানুষকে সচেতনতার পরামর্শ দিয়েছেন। 

তিনি পরামর্শ দিয়ে বলেন, মানুষের ঘর-বাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন এবং জমানো পানি পরিষ্কার রাখতে হবে। 

সিরাজগঞ্জ ডেপুটি সিভিল সার্জন আ.ফ.ম. ওবায়দুল ইসলাম বলেন, চলতি মাসে রোগীর সংখ্যা আরও বাড়তে পারে। আর প্লাটিলেট পরীক্ষার ব্যবস্থা না থাকার বিষয়টি স্বীকার করে জানান, দ্রুত প্লাটিলেট পরীক্ষার ব্যবস্থা গ্রহণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। 

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর