৬ আগস্ট, ২০২৩ ১৭:০৬

দিনাজপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি

'ডেঙ্গু প্রতিরোধে আমরা দিনাজপুর টিটিসি সাথে চাই সচেতন প্রতিবেশী' স্লোগানকে সামনে রেখে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান ও সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে এই র‌্যালিটি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিটির উদ্বোধন করেন জেলা প্রশাসক শাকিল আহমেদ।

র‌্যালির উদ্বোধনকালে জেলা প্রশাসক শাকিল আহমেদ বলেন, বর্তমানে দেশের ডেঙ্গুর আক্রান্ত হওয়ার সংখ্যা বাড়ছে। তাই সকলকে ডেঙ্গু প্রতিরোধে কাজ করতে হবে। এ বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে। সকলে মিলে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব। বাসা-বাড়ির আশেপাশে যেন ডেঙ্গুর বংশ-বিস্তার করতে না পারে সে বিষয়টিও সকলকে খেয়াল রাখতে হবে। 

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবাশীষ চৌধুরী, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মাসুদ রানা, চীফ ইন্সট্রাক্টর (ওয়েলডিং) রাশেদুল ইসলাম, সিনিয়র ইন্সট্রাক্টর (গার্মেন্টস) আবু পুশিদার রহমান পাভেল, জেলা জনশক্তি ও কর্মসংস্থানের সহকারী পরিচালক আব্দুল হাকিম প্রামানিক, সমাজ সেবক মনিরউদ্দীন প্রমুখ। 
র‌্যালিতে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন বিভাগের ২ শতাধিক শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। এদিকে ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক র‌্যালি ও লিফলেট বিতরণ করেছে খানসামা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। এসময় খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজউদ্দীন, সহকারী কমিশনার (ভূমি) মারুফ হাসান, টিটিসির অধ্যক্ষ নিমাই কুমার দত্ত, যুব উন্নয়ন কর্মকর্তা আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন। 

বিডি প্রতিদিন/এএম

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর