৭ আগস্ট, ২০২৩ ১৭:১২

বরিশালে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

বরিশালে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এদিকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা কিছুটা কমেছে। তবে সোমবারের রিপোর্ট অনুযায়ী বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে রবিবার চিকিৎসাধীন ছিলেন ৯৩১ জন ডেঙ্গু রোগী। 

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের তথ্য অনুযায়ী, জ্বরে আক্রান্ত হয়ে বরিশাল নগরীর কাউনিয়ার মো. সুমন (২২) গত শনিবার শের-ই বাংলা মেডিকেলে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় পরদিন রবিবার তার মৃত্যু হয়। এ নিয়ে চলতি মৌসুমে শের-ই বাংলা মেডিকেলে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ভোলায় ৩ জন এবং বরগুনায় ১ জনসহ বিভাগে মোট ১৪ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। 

এদিকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ কিছুটা কমেছে। সব শেষ রিপোর্ট অনুযায়ী গত রবিবার এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ১৯৮ জন ডেঙ্গু রোগী। এর আগে শনিবার চিকিসাধীন ছিলেন ২০১ জন এবং শুক্রবার চিকিৎসাধীন ছিলেন ২৩৫ জন। গত ২৯ জুলাই শের-ই বাংলা মেডিকেলে রেকর্ড সংখ্যক ২৩৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন ছিলেন। 
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভাগের অন্যান্য সরকারি হাসপাতালে গত রবিবার ৯৩১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন ছিলেন বলে স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের আজকের দৈনন্দিন রিপোর্টে জানানো হয়েছে। 

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর