১০ আগস্ট, ২০২৩ ১৫:০৬

শেবাচিমে আরও এক ডেঙ্গু রোগীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

শেবাচিমে আরও এক ডেঙ্গু রোগীর মৃত্যু

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) চিকিৎসাধীন অবস্থায় আরও একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এদিকে বরিশাল বিভাগের সব সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা আরও বেড়েছে। 

বৃহস্পতিবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের দৈনন্দিন রিপোর্টে জানা যায়, জ্বরে আক্রান্ত হয়ে গত বুধবার শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন জেলা গৌরনদী উপজেলার রাশিদা বেগম (৫০)। চিকিৎসাধীন অবস্থায় ওইদিনই তার মৃত্যু হয়। এ নিয়ে চলতি মৌসুমে শের-ই বাংলা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ১১ জন, ভোলায় ৩ জন, পিরোজপুরে ১ জন এবং বরগুনায় ১ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। 

এদিকে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের গতকালের রিপোর্ট অনুযায়ী গত বুধবার বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন ১ হাজার ৪৪ জন ডেঙ্গু রোগী। 

এর আগে মঙ্গলবার চিকিৎসাধীন ছিলেন ৯৭৫ জন, সোমবার ৯৪৫ জন এবং রবিবার চিকিৎসাধীন ছিলেন ৯৩১ জন ডেঙ্গু রোগী। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর