১৯ আগস্ট, ২০২৩ ১৬:৪৩

ডেঙ্গু প্রতিরোধে বরিশালে পথসভা ও লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ডেঙ্গু প্রতিরোধে বরিশালে পথসভা ও লিফলেট বিতরণ

ডেঙ্গু প্রতিরোধে বরিশালে পথসভা ও লিফলেট বিতরণ

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বরিশালে দুটি বাস টার্মিনালে প্রচারণা চালিয়েছে জেলা প্রশাসন। এ সময় পথসভাসহ লিফলেট বিতরণ করেন জেলা প্রশাসনের কর্মকর্তারা।

ডেঙ্গু প্রতিরোধে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে শনিবার বেলা ১১টায় নগরীর রূপাতলী বাস টার্মিনালে পথসভা করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গৌতম বাড়ৈ। এ সময় তিনি ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, জমে থাকা পানি অপসারণ এবং দিনে কিংবা রাতে মশারি টাঙিয়ে ঘুমানোসহ নানা পরামর্শমূলক বক্তব্য দেন। পথসভা শেষে টার্মিনালের শ্রমিক, দোকানি ও যাত্রীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন তিনি।

লিফলেট বিতরণকালে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তরিকুল ইসলাম ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. জাবেদ হোসেন চৌধুরীসহ অন্যরা উপস্থিত ছিলেন। দুপুর ১২টায় নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে একইভাবে পথসভাসহ লিফলেট বিতরণ করেন জেলা প্রশাসনের কর্মকর্তারা।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর