২৯ আগস্ট, ২০২৩ ১৯:০০

বরিশালে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে তিন জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে আজকের তথ্য অনুযায়ী গত সোমবার বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিল ৭৬১ জন রোগী। 

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের দৈনন্দিন তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শের-ই বাংলা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় গৌরনদীর শাহনাজ বেগম (৬৫) এবং ভোলার ফরিদা বেগমের (৩৭) মৃত্যু হয়েছে। অপরদিকে পিরোজপুরের মঠবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় শাহআলম (৭০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

এ নিয়ে চলতি মৌসুমে শের-ই বাংলা মেডিকেলে ২৭ জনসহ বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ৪০ জন রোগীর মৃত্যু হয়েছে। এদিকে সব শেষ গতকালের তথ্য অনুযায়ী, গত সোমবার বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিল ৭৬১ জন রোগী। 

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর