১ সেপ্টেম্বর, ২০২৩ ১০:০০

বরিশালে ডেঙ্গুতে এক মাসে ২৯ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

বরিশালে ডেঙ্গুতে এক মাসে ২৯ জনের মৃত্যু

বরিশালে গত এক মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এ সময়ে বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে আট হাজার ৪৬৫ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন আট হাজার ৪০৭ জন।

স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, গত এক মাসে যে ২৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন তাদের মধ্যে ১৯ জন বরিশাল জেলার বাসিন্দা। এছাড়া ভোলার পাঁচজন, পিরোজপুরের তিনজন ও বরগুনার দুজন।

স্বাস্থ্য অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, বিভাগে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৪০ জন। এরমধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ২৭ জন, ভোলায় সাত জন, বরগুনায় তিনজন ও পিরোজপুরে তিনজন।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন
 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর