২ সেপ্টেম্বর, ২০২৩ ১২:৩৬

ফরিদপুরে ডেঙ্গুতে দুই নারীর মৃত্যু

অনলাইন ডেস্ক

ফরিদপুরে ডেঙ্গুতে দুই নারীর মৃত্যু

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন দুই নারীর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ভর্তি হয়েছেন ১২৫ জন রোগী।

মৃত নারীরা হলেন ফেরসৌসি (৪৮), তিনি গত ১৮ আগস্ট ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। অপরজন হলেন সুরাইয়া (২৫), তিনি গত ৩১ আগস্ট ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন।

শনিবার সকালে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এনামুল হক।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এনামুল হক জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ পর্যন্তু প্রাণহানি হয়েছে ১৪ জনের। বর্তমানে হাসপাতালটিতে ১৮০ জন রোগী চিকিৎসাধীন রয়েছে।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১২৫ জন রোগী। বর্তমানে বঙ্গবন্ধু মেডিকেলসহ জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩৯৯ জন।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর