১১ সেপ্টেম্বর, ২০২৩ ০৯:০৩

একদিনে ডেঙ্গুতে রেকর্ড ২৯৯৩ রোগী হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক

একদিনে ডেঙ্গুতে রেকর্ড ২৯৯৩ রোগী হাসপাতালে ভর্তি

প্রতীকী ছবি

ডেঙ্গুজ্বরে কাঁপছে দেশ। রবিবার (১০ ডিসেম্বর) নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৯৯৩ জন ডেঙ্গু রোগী। এটা চলতি বছরে একদিনে সর্বোচ্চ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তির রেকর্ড। এদিন ডেঙ্গুর থাবায় প্রাণ হারিয়েছেন ১৪ জন। এ বছর ডেঙ্গুতে ৭৩০ জন প্রাণ হারিয়েছেন। 

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা যায়, গতকাল রবিবার হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকার বাসিন্দা ৯৯৪ জন, ঢাকার বাইরের বাসিন্দা ১ হাজার ৯৯৯ জন। এসময়ে ঢাকার হাসপাতালে মারা গেছেন আটজন, বাইরের হাসপাতালে মারা গেছেন ছয়জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৯ হাজার ৮৭১ জন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৪ হাজার ২৯৭ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ৫৭৪ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। 

এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১ লাখ ৪৮ হাজার ৩২৮ জন। তাদের মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ৬৭ হাজার ৫৯ জন ও ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ৮১ হাজার ২৬৯ জন ভর্তি হয়েছেন। 

হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরে গেছেন ১ লাখ ৩৭ হাজার ৭২৭ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৬২ হাজার ২৪১ জন এবং ঢাকার বাইরের ৭৫ হাজার ৪৮৬ জন। সেপ্টেম্বরেও চলছে ডেঙ্গুর তান্ডব। গত ১০ দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪ হাজার ৫২০ জন ডেঙ্গু রোগী, মারা গেছেন ১৩৭ জন।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর