১৪ সেপ্টেম্বর, ২০২৩ ১৬:৫৭

বরিশালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, ১১২৯ জন চিকিৎসাধীন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, ১১২৯ জন চিকিৎসাধীন

বরিশালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে বরিশাল শের-ই বাংলা মেডিকেলে ৪৪ জনসহ বিভাগে ডেঙ্গুতে ৬৯ জনের মৃত্যু হল। 

গত ২৪ ঘণ্টায় শের-ই বাংলা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় পটুয়াখালীর মির্জাগঞ্জের সুবিদখালীর সাত্তার মোল্লা (৬০), একই জেলার বাউফলের হেলাল উদ্দিন হাওলাদার (৭০) ও মাদারীপুরের কালকিনির সাঈদ সিকদার (২০) এবং বানারীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আবদুর রহমান (৭৫) নামে ৪ জনের মৃত্যু হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে রেকর্ড সংখ্যক ৬ জন রোগীর মৃত্যু হয়। 

এদিকে সব শেষ গতকাল বৃহস্পতিবারের তথ্য অনুযায়ী, গত বুধবার ২৫৭ সহ বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিল ১১২৯ জন ডেঙ্গু রোগী। এর আগে মঙ্গলবার বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে ১১৬০ জন এবং গত সোমবার চিকিৎসাধীন ছিল ১১৬৪ জন ডেঙ্গু রোগী। 

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর