শিরোনাম
২০ সেপ্টেম্বর, ২০২৩ ১৭:২৪

বরিশালে ৩ ডেঙ্গু রোগীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

বরিশালে ৩ ডেঙ্গু রোগীর মৃত্যু

প্রতীকী ছবি

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ৩ জন রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে শের-ই বাংলা মেডিকেলে চলতি মৌসুমে ৫৫ জনসহ বরিশাল বিভাগে ডেঙ্গুতে ৮২ জন রোগীর মৃত্যু হয়েছে। এদিকে বরিশাল বিভাগে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েছে। 

গত ২৪ ঘন্টায় শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বরিশালের বানারীপাড়ার শাহানুর বেগম (৬৩) ও উজিরপুর উপজেলার আনিছ সরদার (৪০) এবং ঝালকাঠী জেলার কাঠালিয়ার ফারুক মোল্লার (৫০) মৃত্যু হয়েছে। 

এদিকে বুধবারের সব শেষ রিপোর্ট অনুযায়ী গত মঙ্গলবার শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ২৩৩ জন সহ বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন ১ হাজার ২শ’ ২৪ জন ডেঙ্গু রোগী। এর আগে গত সোমবার বরিশাল বিভাগের বিভিন্ন সরকারী হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন ১ হাজার ১শ’ ৩৮ জন এবং রবিবার চিকিৎসাধীন ছিলেন ১ হাজার ১শ’ ১৫ জন ডেঙ্গু রোগী।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর