১৪ অক্টোবর, ২০২৩ ১৪:৫৪

ফরিদপুরে ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৪৩

অনলাইন ডেস্ক

ফরিদপুরে ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৪৩

ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮ থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে (বিএসএমএমসি) চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে ফরিদপুরে এ বছর ডেঙ্গুতে ৮২ জনের মৃত্যু হলো।

গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তারা হলেন, মাগুরার চাঁদপুর গ্রামের রুপা আক্তার (২২), রাজবাড়ীর বালিয়াকান্দির গোলাপি বেগম (৭০) বালিয়াকান্দি, উড়াকান্দির হাবিবুর রহমান (৫০) ও ফরিদপুরের নগরকান্দার আব্দুর রাজ্জাক মোল্লা (৭০)। 

ফরিদপুর সিভিল সার্জন ডা. ছিদ্দিকুর রহমান চারজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করে জানান, গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২৪৩ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭শ’ ৪ জন। 

এছাড়া ফরিদপুর থেকে বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে ১১ জনকে। এ পর্যন্ত জেলায় ১৬ হাজার ২১৮ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ হাজার ৪৩২ জন বলেও তিনি জানান।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর