২১ অক্টোবর, ২০২৩ ১৩:২৪

ফরিদপুরে ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৬

অনলাইন ডেস্ক

ফরিদপুরে ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৬

ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হরশিত মন্ডল (৫৭) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ সময় ডেঙ্গু শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২০৬ জন। এ নিয়ে জেলায় ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৯৬ জন। হরশিত মন্ডল ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী এলাকার মৃত হারান মন্ডলের ছেলে।

জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২০৬ জন ভর্তি হয়েছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬৯১ জন। জানুয়ারি থেকে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ১৮ হাজার ৩৩৪ জন। এর মধ্যে ১৭ হাজার ৫৪৭ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

ফরিদপুরের সিভিল সার্জন ছিদ্দীকুর রহমান গণমাধ্যমকে বলেন, ফরিদপুরের ডেঙ্গু পরিস্থিতি গত এক মাস ধরেই অবনতির দিকে। প্রায় প্রতিদিনই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রোগীদের মৃত্যু হচ্ছে। আমরা আমাদের সক্ষমতা মধ্যে থেকে সর্বোচ্চ সেবা দিয়ে যাচ্ছি।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর