২৫ অক্টোবর, ২০২৩ ১৫:৩৮

দিনাজপুরে ডেঙ্গুতে যুবকের মৃত্যু

অনলাইন ডেস্ক

দিনাজপুরে ডেঙ্গুতে যুবকের মৃত্যু

প্রতীকী ছবি

দিনাজপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রবিউল ইসলাম (৩৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হলো। মৃত রবিউল দিনাজপুরের পার্বতীপুর উপজেলার দুবলাগাছী এলাকার মজিরউদ্দিনের ছেলে।

মঙ্গলবার রাত ৩টার দিকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিউলের মৃত্যু হয়। তিনি ঢাকা ফেরত ছিলেন বলে জানা গেছে।

এর আগে, রবিবার (২২ অক্টোবর) রাত ১০টার দিকে তাকে মেডিকেলে ভর্তি করেন পরিবারের সদস্যরা।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত রবিবার রবিউল ইসলাম ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে ভর্তি করানো হয়। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।  

দিনাজপুর সিভিল সার্জন ডা. এএইচএম বোরহান-উল ইসলাম সিদ্দিকী রবিউল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।  

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত (২৪ অক্টোবর) দিনাজপুর হাসপাতালে ভর্তি হয়েছেন ৮০২ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৭৮৫ জন।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর