১৪ নভেম্বর, ২০২৩ ১৭:৩৫

বরিশালে আরও ৩ ডেঙ্গু রোগীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে আরও ৩ ডেঙ্গু রোগীর মৃত্যু

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় আরও ৩ ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে বরিশাল বিভাগে ডেঙ্গুতে ১৭০ জন রোগীর মৃত্যু হলো। এদিকে মেডিকেল কলেজে ডেঙ্গু রোগীর চাপ আগের চেয়ে কমেছে। 

হাসপাতাল সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় জেলার বানারীপাড়া উপজেলার স্নেয়ারা বেগম (৬০), পিরোজপুরের ভান্ডারিয়ার সেতারা বেগম (৬০) এবং একই জেলার মঠবাড়িয়া উপজেলার ফরিদা বেগম (৫৫)। এ নিয়ে চলতি মৌসুমে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৩১ জন এবং বিভাগে ১৭০ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। 

এদিকে শের-ই বাংলা মেডিকেলে ডেঙ্গু রোগীর চাপ আগের চেয়ে কিছুটা কমেছে। গতকাল ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ১০৬ জন রোগী। এর আগে সোমবার চিকিৎসাধীন ছিলো ১১৪ জন ডেঙ্গু রোগী।


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর