১৭ নভেম্বর, ২০২৩ ১৭:১৬

বরিশালে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭১

অনলাইন ডেস্ক

বরিশালে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭১

গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে দু'জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গোটা বিভাগে ১৭৮ জনের মৃত্যু হলো। এছাড়া বিভাগের বিভিন্ন হাসপাতালে একই সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৭১ জন ভর্তি হয়েছেন। আর এ নিয়ে গোটা বিভাগের ৬ জেলার সরকারি বিভিন্ন হাসপাতালে বর্তমানে ৪৪১ জন রোগী চিকিৎসাধীন।

বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে বরিশাল নগরের পলাশপুর এলাকার রানি বেগম (৪০) ও পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সুমন (৫২) শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।  

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হওয়া ৭১ জন ডেঙ্গুরোগীর মধ্যে ৩২ জন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া বরিশালের অন্যান্য হাসপাতালে ২০ জন ও পিরোজপুরে ১৯ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন।

বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বরিশাল বিভাগের হাসপাতালগুলোতে ৩৫ হাজার ৮৮৩ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩৫ হাজার ২৬৪ জন। এদিকে চলতি বছর গোটা বিভাগে ১৭৮ জন ডেঙ্গুরোগীর মৃত্যু হয়েছে।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর