২১ ডিসেম্বর, ২০২৩ ২০:১৩

ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে ১৭৭

অনলাইন ডেস্ক

ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে ১৭৭

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ যায়নি কারও, তবে মৃত্যুহীন দিনেও এডিস মশাবাহিত এ রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭৭ জন। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে তারা হাসপাতালে ভর্তি হয়।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকার বাসিন্দা ৪০ জন এবং ঢাকার বাইরের ১৩৭ জন। চলতি বছরে এখন পর্যন্ত ৩ লাখ ২০ হাজার ৫৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। 

এদিকে, ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৩ লাখ ১৭ হাজার ১১৭ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর ডেঙ্গুতে প্রাণহানি ঘটেছে ১ হাজার ৬৯২ জনের।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর