৮ জানুয়ারি, ২০২৪ ২১:০৩

২৪ ঘণ্টায় ৬২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

অনলাইন ডেস্ক

২৪ ঘণ্টায় ৬২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ৬২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ২৫ জন এবং ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ৩৭ জন ভর্তি হয়েছেন। তবে এই সময়ে কোনো ডেঙ্গু রোগীর মৃত্যু হয়নি।

আজ সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গুসংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এ বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। আর গত বছর মোট ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।

এ বছরের প্রথম ৭ দিনে দেশে এখন পর্যন্ত ডেঙ্গু নিয়ে ৪৪০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৬৬ জন এবং ঢাকার বাইরে ২৭৪ জন। গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর