২২ ফেব্রুয়ারি, ২০২৪ ২০:৩৬

১৭ দিন পর ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ১৬

অনলাইন ডেস্ক

১৭ দিন পর ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ১৬

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও একজন। এ নিয়ে ১৭ দিন পর ডেঙ্গুতে মারা যাওয়ার তথ্য পাওয়া গেল। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত আরও ১৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এর আগে গত ৫ ফেব্রুয়ারি স্বাস্থ্য অধিদপ্তর একজনের মৃত্যুর খবর দিয়েছিল।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চলতি বছরের মোট ১৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেঙ্গুতে নতুন আক্রান্তদের মধ্যে ঢাকাতে চার জন এবং সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) ১২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩১৬ জনে। 

বৃহস্পতিবার সকালে দেশের বিভিন্ন হাসপাতালে ৫৩ জন রোগী চিকিৎসা নিচ্ছিলেন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি আছে ২৮ জন; আর ঢাকার বাইরে এ সংখ্যা ২৫। 

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর