২৪ মার্চ, ২০২৪ ২০:৫২

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১১ জন হাসপাতালে ভর্তি

অনলাইন ডেস্ক

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১১ জন হাসপাতালে ভর্তি

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি। ফলে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যু হলো ২২ জনের। এদিন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১ জন। যার মধ্যে পাঁচজন চট্টগ্রামের, ‍তিনজন বরিশালের ও তিনজন ঢাকার।

রবিবার ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এদিন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে চারজন পুরুষ ও সাতজন নারী। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৪ মার্চ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এক হাজার ৬৩১ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৭৬৯ জন। ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৮৬২ জন।

দেশের ইতিহাসে ২০২৩ সালে সবচেয়ে বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ও মৃত্যুবরণ করেছেন। বছরের বিভিন্ন সময়ে ডেঙ্গু আক্রান্ত হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন। এর মধ্যে এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। ২০২২ সালে ডেঙ্গুতে দেশে ২৮১ জন মারা যান। ওই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর