১৪ জুলাই, ২০২৪ ১৬:২৯

বান্দরবানে ডেঙ্গুতে শিশুর মৃত্যু

বান্দরবান প্রতিনিধি:

বান্দরবানে ডেঙ্গুতে শিশুর মৃত্যু

বান্দরবান সদর হাসপাতালে ডেঙ্গু আক্রান্তে ৮ বছরের এক শিশুর মৃত্যু ঘটেছে। রবিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে বান্দরবানে এটিই প্রথম মৃত্যুর ঘটনা।

বান্দরবানের সিভিল সার্জন ডা. মাহাবুবুর রহমান ডেঙ্গু আক্রান্ত হয়ে সদর হাসপাতালে একজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মুমূর্ষু অবস্থায় মো. আব্দুল্লাহকে (৮) শনিবার এই হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের চেষ্টা স্বত্তেও তাকে বাঁচানো যায়নি।

ডা. মাহাবুবুর রহমান বলেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে সাথে সাথে হাসপাতালে ভর্তি হবার জন্য আমাদের ব্যাপক প্রচারণা স্বত্তেও অনেকে তা করছেন না। 

তিনি বলেন, বর্তমানে হাসপাতালে যে ১১ জন চিকিৎসাধীন আছে তারা সবাই আশঙ্কামুক্ত। 

ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া শিশুটি বান্দরবান পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের মহিলা কাউন্সিলর শাহানা আক্তার শানুর সন্তান।

বান্দরবান সদর হাসপাতাল সূত্র জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত ২৪ জন নারীসহ মোট ৬৫ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে গত ২ সপ্তাহে এ রোগে আক্রান্ত হয়েছেন ২১ জন।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর