১৯ জুন, ২০২২ ১২:০৯

পদ্মা সেতুর উদ্বোধনে আমন্ত্রণ পাবেন ৩ হাজার সুধীজন

কাল থেকে যাবে আমন্ত্রণপত্র

অনলাইন ডেস্ক

পদ্মা সেতুর উদ্বোধনে আমন্ত্রণ পাবেন ৩ হাজার সুধীজন

নান্দনিক রূপে পদ্মা সেতু। দেখতে এখন ভিড় জমে মানুষের। ছবি : বাংলাদেশ প্রতিদিন

পদ্মা সেতুর উদ্বোধনে সুধী সমাবেশে আমন্ত্রণপত্র আগামীকাল সোমবার থেকে বিতরণ শুরু করবে সেতু বিভাগ। এই পত্র যাবে ৩ হাজার সুধীজনের কাছে। এ তালিকায় আছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, দাতা সংস্থার প্রতিনিধি, রাজনৈতিক নেতা, নির্মাণ সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধি, দেশের খ্যাতনামা বুদ্ধিজীবী ও সাংবাদিকরা। 

আজ রবিবার সংবাদমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ। 

তিনি বলেন, ‌‘আমন্ত্রণপত্র আজকে হয়তো পুরোপুরি প্রস্তুত হবে। আগামীকাল থেকে বিতরণ শুরু করা হবে। মাওয়া প্রান্তে সুধী সমাবেশে আমন্ত্রণ পাবেন ৩ হাজার সুধীজন। জাজিরা প্রান্তে জনসভা হবে। সেটা সবার জন্য উন্মুক্ত।

আগামী ২৫ জুন সকাল ১০টায় মাওয়া প্রান্তে এই সুধী সমাবেশ করে পদ্মা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর