২৫ জুন, ২০২২ ১৬:৪৩

পদ্মা সেতু উদ্বোধন, হাবিপ্রবিতে বর্ণিল আয়োজন

দিনাজপুর প্রতিনিধি

পদ্মা সেতু উদ্বোধন, হাবিপ্রবিতে বর্ণিল আয়োজন

গৌরব ও আত্মমর্যাদার প্রতীক স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)।

এ উপলক্ষে শনিবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান।
 
পরে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান এর নেতৃতে বর্ণিল আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাস ও বিশ্ববিদ্যালয়ের সামনের মহাসড়ক প্রদক্ষিণ করে অডিটোরিয়ামে এসে শেষ হয়।

অডিটোরিয়াম-১ এ প্রজেক্টরের মাধ্যমে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি অবলোকন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.এম. কামরুজ্জামান। এসময় হাবিপ্রবির ট্রেজারার, বিভিন্ন অনুষদের ডীন, রেজিস্ট্রার, প্রক্টর, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালকসহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর