২৫ জুন, ২০২২ ১৬:৫৩

পদ্মা সেতু উদ্বোধন বর্ণিল আয়োজন রংপুরে

নিজস্ব প্রতিবেদক, রংপুর

পদ্মা সেতু উদ্বোধন বর্ণিল আয়োজন রংপুরে

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে বর্ণিল আয়োজনে মেতেছিল রংপুরের স্থানীয় প্রশাসন, রাজনীতিবিদ, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্নস্তরের মানুষ।

পদ্মা সেতুর উদ্বোধনকে কেন্দ্র করে রংপুর নগরীসহ জেলার ৮ উপজেলা সদরগুলোতে ছিল সাজসাজ রব। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নানা রঙের পতাকা, তোরণ আর ফেস্টুন দিয়ে সজ্জিত করা হয়েছে। কোথাও পদ্মা সেতুর আদলে র‌্যালি ও অনুষ্ঠানস্থল সাজানো হয়েছে। 

আজ শনিবার সকালে স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 
উদ্বোধন উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে টাউন হল থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। রংপুর বিভাগীয় কমিশন আবদুল ওয়াহাব ভূঞা, রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য, অতিরিক্ত পুলিশ কমিশনার মেহেদুল করিম, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক-সাংষ্কৃতিক-সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা র‌্যালিতে অংশ নেন।

এরপর জিলা স্কুল মাঠে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার বড় পর্দায় প্রদর্শন করা হয়।


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর