৭ অক্টোবর, ২০২১ ১৪:৪১

দেশে আরও একটি উৎপাদন ইউনিট চালু এ্যাভেরী ডেনিসনের

অনলাইন ডেস্ক

দেশে আরও একটি উৎপাদন ইউনিট চালু এ্যাভেরী ডেনিসনের

বাংলাদেশে আরও একটি উৎপাদন ইউনিট চালু করেছে এ্যাভেরী ডেনিসন। বন্দর নগরীর কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড)-এ অবস্থিত ২ হাজার ৫২ বর্গমিটার আয়তনের ইউনিটটি স্থানীয় গ্রাহকদের আরও চাহিদামাফিক এবং উচ্চ গুণমানসম্পন্ন সেবা প্রদান করবে। এর মাধ্যমে এ্যাভেরী ডেনিসন ও সংশ্লিষ্ট পোশাক প্রস্তুতকারক টেক্সটাইল ব্র্যান্ডের প্রতিদ্বন্দ্বীতা করার ক্ষমতা বৃদ্ধি পাবে।

 ইয়ংওয়ান কর্পোরেশন কর্তৃক ১৯৯৯ সালে কর্ণফুলী নদীর তীরে নির্মিত কেইপিজেড শিল্প-কারখানার উন্নয়ন এবং স্থানীয় জনগণ ও পরিবেশের কল্যাণে উল্লেখযোগ্য অবদান রেখেছে। এর আওতায় রয়েছে দেশের সর্ববৃহৎ (৪০ মেগাওয়াট) ছাদ-সৌর প্রকল্প যা নয়ায়নযোগ্য শক্তির মাধ্যমে শিল্প-কারখানায় বিদ্যুৎ সরবরাহ করে। এখানে ৪০০টি ভিন্ন প্রজাতির ২৫ লক্ষাধিক গাছ রোপন করা হয়েছে। ভূগর্ভস্থ পানি রিচার্জের জন্য এখানে আছে ২৫টি হ্রদ ও জলাশয়, যেগুলো প্রতিবছর প্রায় ৫০০ মিলিয়ন (৫০ কোটি) গ্যালন বৃষ্টির পানি ধারণে সক্ষম।

 
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর