১ মার্চ, ২০২২ ১২:৫৫

সংযুক্ত আরব আমিরাতে তেলের দাম বেড়েছে ১১ শতাংশ

অনলাইন ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতে তেলের দাম বেড়েছে ১১ শতাংশ

ইউক্রেন-রাশিয়া সংঘাতের মধ্যে বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে। এবার সংযুক্ত আরব আমিরাতও তেলের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। গতকাল সোমবার ২০২২ সালের মার্চ মাসের জন্য নতুন দাম ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশটি। এতে দেখা গেছে, ফেব্রুয়ারির তুলনায় তেলের দাম বেড়েছে প্রায় ১১ শতাংশ। খবর খালিজ টাইমসের।

প্রতি লিটার পেট্রোলের দাম তিন দিরহাম ছাড়িয়ে গেছে। ২০১৫ সালের আগস্টের পর এটি সর্বোচ্চ। সংযুক্ত আরব আমিরাতে সুপার ৯৮ পেট্রোল প্রতি লিটারের দাম ৯.৯ শতাংশ বেড়েছে দাঁড়িয়েছে ৩.২৩ দিরহামে। প্রতি লিটার স্পেশাল ৯৫ এর দাম ১১ শতাংশ বেড়ে এখন ৩.১২ দিরহাম। ই-প্লাস ৯১ প্রতি লিটারের দাম ১১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩.০৫ লিটারে। 

২০২০ সালে কভিড-১৯ মহামারীর কারণে আমিরাতে জ্বালানির দাম স্থির রাখা হয়েছিল। গত বছরের মার্চে বৈশ্বিক তেলের দামের সঙ্গে মিলিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়।  

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর