১১ মার্চ, ২০২২ ১৯:১০

তৃতীয়বারের মতো গাড়ি প্রত্যাহার করে নিচ্ছে বিএমডব্লিউ

অনলাইন ডেস্ক

তৃতীয়বারের মতো গাড়ি প্রত্যাহার করে নিচ্ছে বিএমডব্লিউ

প্রতীকী ছবি

মার্কিন যুক্তরাষ্ট্রের বাজার থেকে ৯ লাখ ১৭ হাজার ইউনিটেরও বেশি গাড়ি প্রত্যাহার করে নিচ্ছে বিএমডব্লিউ। আগুনের ঝুঁকির কারণে তৃতীয়বারের মতো কার ও এসইউভিগুলো তুলে নেওয়া হচ্ছে।  

এ প্রত্যাহারের মধ্যে ২০০৬-২০১৩ সালের থ্রি, ফাইভ ও ওয়ান সিরিজ এবং এক্স৫, এক্স৩ ও জেড৪ মডেলগুলো অন্তর্ভুক্ত। মডেলগুলোয় সমস্যাটি ইঞ্জিনে আগুনের কারণ হতে পারে।

যুক্তরাষ্ট্রের ইউএস ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশনের নথি অনুসারে গাড়িগুলোর পজিটিভ ক্র্যাঙ্ককেস ভেন্টিলেশন ভালভ হিটারে বৈদ্যুতিক শর্ট হতে পারে। ফলে এটি অত্যধিক গরম ও আগুন লেগে যেতে পারে। যানবাহন চলানোর সময় কিংবা পার্ক করার পর পরই আগুনের ঝুঁকি তৈরি হয়।

জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি জানিয়েছে, যানবাহনগুলো এখনো চালানো যেতে পারে এবং বাড়ির বাইরে পার্ক করার প্রয়োজন নেই। গাড়িতে আগুন লাগা বিরল ঘটনা বলে অভিহিত করেছে সংস্থাটি। যদিও গাড়ির এ আগুন কোনো ভবনে ছড়িয়ে পড়ার ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে সংস্থাটি কোনো মন্তব্য করেনি।

সূত্র : এপি

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর