১৯ জুলাই, ২০২২ ১৩:০১

কমেছে ডলারের মান, বেড়েছে তেলের দাম

অনলাইন ডেস্ক

কমেছে ডলারের মান, বেড়েছে তেলের দাম

ব্যারেল প্রতি তেলের দাম ৫ ডলারের বেশি বেড়েছে। আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স। 

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়িয়েছে। ডলারের মান কমে যাওয়া এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়াবে না এমন প্রত্যাশার কারণেই তেলের দাম বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স।

ব্রেন্ট ক্রুড প্রতি ব্যারেলে ৫.১১ ডলার বা ৫.১ শতাংশ বেড়ে ১০৬.২৭ ডলারে দাঁড়িয়েছে। এর আগে শুক্রবার তেলের দাম বেড়েছিল ২.১ শতাংশ। 

যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ৫.০১ ডলার বা ৫.১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১০২.৬০ ডলারে। এর আগে ডব্লিউটিআইয়ের দাম বেড়েছিল ১.৯ শতাংশ।

শুক্রবার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের দুই কর্মকর্তা ইঙ্গিত দিয়েছেন, কেন্দ্রীয় ব্যাংক আগামী ২৬-২৭ জুলাইব্যাপী বৈঠকে ৭৫ বেসিস পয়েন্টে সুদের হার বাড়াতে পারে। 

বিডি প্রতিদিন/ফারজানা

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর