১৬ অক্টোবর, ২০২২ ১১:৪৮

লীড প্লাটিনাম সনদ অর্জন করল সুলতানা সোয়েটার্স

অনলাইন ডেস্ক

লীড প্লাটিনাম সনদ অর্জন করল সুলতানা সোয়েটার্স

শনিবার (১৫ অক্টোবর) বিকালে রাজধানী ঢাকার গুলশানে লাবিব গ্রুপের প্রধান কার্যালয়ে এক আড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই সনদ প্রদান করা হয়

বাংলাদেশের সোয়েটার শিল্প খাতে টেকসই উন্নয়ন, সাশ্রয়ী বিদ্যুৎ, জ্বালানি ও পানির ব্যবহার এবং পরিবেশ বান্ধব অবস্থানের কারণে লীড প্লাটিনাম সনদ অর্জন করল সুলতানা সোয়েটার্স। এটি বাংলাদেশের অন্যতম প্রধান সোয়েটার ম্যানুফেক্চারিং ইন্ডাস্ট্রি এবং লাবিব গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান।

শনিবার (১৫ অক্টোবর) বিকালে রাজধানী ঢাকার গুলশানে লাবিব গ্রুপের প্রধান কার্যালয়ে এক আড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই সনদ প্রদান করা হয় এবং সুলতানা সোয়েটার্স লিমিটেড-এর পক্ষে লীড প্লাটিনাম সনদ গ্রহণ করেন লাবিব গ্রুপের ভাইস-চেয়ারম্যান সুলতানা জাহান, সিআইপি। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাবিব গ্রুপের চেয়ারম্যান  সালাউদ্দিন আলমগীর, সিআইপি এবং লীড সনদ প্রদানকারী প্রতিষ্ঠান ইউএস গ্রীন বিল্ডিং কাউন্সিলের লিস্টেড কনসাল্ট্যান্ট গুনাসেকারান রাজু (ব্যবস্থাপনা পরিচালক, ইনোওয়েল গ্রুপ, ইন্ডিয়া)সহ সুলতানা সোয়েটার্স ও ইনোওয়েল গ্রুপের উচ্চ পদস্থ কর্মকর্তারা।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর