২৭ অক্টোবর, ২০২২ ১১:৫২

যুক্তরাষ্ট্রের রফতানি ও ডলার দুর্বল হওয়ায় বেড়েছে তেলের দাম

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের রফতানি ও ডলার দুর্বল হওয়ায় বেড়েছে তেলের দাম

প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের রফতানি এবং মার্কিন ডলার দুর্বল হয়ে যাওয়ায় বৃহস্পতিবার তেলের দাম বেড়েছে। আজ বৃহস্পতিবার রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।  

প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম ২০ সেন্ট (০.২ শতাংশ) বেড়ে দাঁড়িয়েছে ৯৫.৮৯ ডলার। প্রতি ব্যারেল ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১৯ সেন্ট (০.২ শতাংশ) বেড়ে দাঁড়িয়েছে ৮৮.১০ ডলার।

বুধবার যুক্তরাষ্ট্রের সাপ্তাহিক ভিত্তিতে প্রকাশিত সরকারি তথ্যে দেখা গেছে, গত সপ্তাহে দেশটির অপরিশোধিত তেলের মজুদ বেড়েছে ২.৬ মিলিয়ন ব্যারেল। এক দিনে অপরিশোধিত তেলের রফতানি বেড়ে দাঁড়িয়েছে  ৫.১ মিলিয়ন ব্যারেল, যা এ যাবতকালে সবচেয়ে বেশি।

নিসান সিকিউরিটিজের গবেষণা বিষয়ক মহাব্যবস্থাপক হিরোইউকি কিকুকাওয়া বলেছেন, ‌‘মার্কিন অপরিশোধিত রপ্তানি তেলের চাহিদার ক্ষেত্রে ইতিবাচকতার জন্ম দিয়েছে। নতুন কেনাকাটাকেও উদ্বুদ্ধ করেছে।

বিডি প্রতিদিন/ফারজানা

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর