সাপ্তাহিক অর্থকণ্ঠ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২২-এ বেস্ট হসপিটালিটি বিজনেস প্রফেশনাল অব দ্যা ইযার হলেন শাখায়াত হোসেন। তিনি বর্তমানে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট পিএলসি-এর সিইও এবং বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশনের (বিহা) পরিকল্পনা ও উন্নয়ন স্থায়ী কমিটির কো-চেয়ারম্যান।
সম্প্রতি ঢাকার ওয়েস্টিন হোটেলে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি। বাংলাদেশে হসপিটালিটি ও ট্যুরিজমের ক্ষেত্রে অসামান্য ব্যবসায়িক অবদান ও নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ শিক্ষামন্ত্রী ড. দীপু মনি তার হাতে ক্রেস্ট তুলে দেন।
সাপ্তাহিক অর্থকণ্ঠের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে একটি বিশেষ সংখ্যা ‘গ্লোবাল বাংলাদেশি বিজনেস আইকনস’-এর উন্মোচন করা হয়।অনুষ্ঠানে বিভিন্ন বিজনেস আইকন- উদ্যোক্তা, উদ্ভাবক এবং অবদানকারীদের পুরস্কার প্রদান করা হয়। দেশের ব্যবসায়ী উদ্যোক্তাদের অসাধারণ অবদানকে স্বীকৃতি দিতে প্রতি বছর মর্যাদাপূর্ণ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই উৎসবপূর্ণ অনুষ্ঠানে এনআরবি এবং বাংলাদেশের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের আলোকিত ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আরাফাত