৫ জানুয়ারি, ২০২৩ ১৭:৪৭

রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কারে ভূষিত হলো ফেয়ার ইলেকট্রনিক্স

অনলাইন ডেস্ক

রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কারে ভূষিত হলো ফেয়ার ইলেকট্রনিক্স

রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কারে পেয়েছে ফেয়ার ইলেকট্রনিক্স লিমিটেড। বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে রাষ্ট্রপতি আব্দুল হামিদের পক্ষে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপির কাছ থেকে এই পুরস্কার গ্রহণ করেন ফেয়ার গ্রুপের ডিরেক্টর মুতাসসিম দায়ান।

হাই-টেক শিল্প ক্যাটাগরিতে সফল উদ্যোক্তা প্রতিষ্ঠান হিসেবে প্রথম পুরস্কার অর্জন করে ফেয়ার ইলেক্ট্রনিক্স লিমিটেড। বেসরকারি খাতে শিল্প স্থাপন, পণ্য উৎপাদন, কর্মসংস্থান সৃষ্টি ও জাতীয় আয় বৃদ্ধিসহ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় এই পুরস্কার দেয়া হয়।

শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এবং এফবিসিসিআই সভাপতি জসীমউদ্দিন বিশেষ অতিথি হিসাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা।

৬টি ক্যাটাগরিতে বেসরকারি খাতের ২০টি শিল্প প্রতিষ্ঠানকে ২০২০ সালের এই পুরস্কার দেওয়া হয়।

উল্লেখ্য, ফেয়ার ইলেক্ট্রনিক্স লিমিটেড নরসিংদীর শিবপুরে গড়ে তুলেছে তার বিশ্বমানের শিল্প কারখানা। আর এই ফ্যাক্টরিতে উৎপাদন করছে বিশ্বসেরা ব্র্যান্ড স্যামসাংয়ের স্মার্টফোন ও কনজ্যুমার
ইলেক্ট্রনিক্স সামগ্রী।

সর্বশেষ খবর