যুক্তরাষ্ট্রের বাজারে গত ৮ মাসের মধ্যে এবারই সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে স্বর্ণের দাম। তবে ডলারের দাম কমায় এবং কম সুদের হারের ফলে বৈশ্বিক ক্রেতাদের জন্য স্বর্ণের দাম কম পড়ছে।
রবিববার মার্কিন বাজারে ‘স্পট স্বর্ণের’ দাম ০.৭ শতাংশ বেড়ে প্রতি আউন্সের দাম দাঁড়িয়েছে ১৮৭৮.৫৫ মার্কিন ডলার। গত বছর ৯ মের পর থেকে এটি সর্বোচ্চ।
ইউএস গোল্ড ফিউচারের দাম ০.৭ শতাংশ বেড়ে ১৮৮৩.২০ ডলারে পৌঁছেছে। একই সময়ে ডলারের সূচক নেমেছে ০.৩ শতাংশ।ওসিবিসি এফএক্সের স্ট্রাটিজিস্ট ক্রিস্টোফার ওয়াং বলেন, ডলারের সূচক কমার ফলে স্বর্ণের দাম বাড়িয়েছে। গত বছরের ফেডারেল ব্যাংকের কড়াকড়ির প্রভাব পড়তে শুরু করেছে বাজারে। মুদ্রাস্ফীতির মধ্যে স্বর্ণ কেনার প্রবণতা কমিয়ে দেয়া ঊচ্চ সুদের হার। এর ফলে স্বর্ণের মত ধাতুগুলোর সুযোগ ব্যয় বেড়ে যায়।
একই সময়ে রূপার দামও বেড়েছে। স্পট রূপার দাম ০.৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৪.০৩ ডলারে। প্লাটিনাম ০.৫ শতাংশ এবং প্যালাডিয়ামের দাম বেড়েছে ০.৭ শতাংশ।
সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন/নাজমুল