২২ ফেব্রুয়ারি, ২০২৩ ১০:১৪

যে কারণে বাজার থেকে ৩ লাখের বেশি ভ্যানিলা ফ্র্যাপুচিনো প্রত্যাহার করে নিল স্টারবাকস

অনলাইন ডেস্ক

যে কারণে বাজার থেকে ৩ লাখের বেশি ভ্যানিলা ফ্র্যাপুচিনো প্রত্যাহার করে নিল স্টারবাকস

বাজার থেকে তিন লাখেরও বেশি ভ্যানিলা ফ্র্যাপুচিনো প্রত্যাহার করে নিয়েছে মার্কিন বহুজাতিক কফিহাউস কোম্পানি স্টারবাকস করপোরেশন। কিছু বোতলে কাচের কণা পাওয়ায় এই পদক্ষেপ নিয়েছে সংস্থাটি।

যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন বিভাগের বরাতে এ তথ্য উঠে এসেছে। 

প্রশাসনের উপাত্তে দেখা গেছে, নোটিস পাওয়ার পর পেপসিকো এ পর্যন্ত ২৫ হাজার ২০০ কেস ফ্র্যাপুচিনো বাজার থেকে প্রত্যাহার করে নিয়েছে। প্রতি কেসে ১২ বোতল থাকলে প্রত্যাহারকৃত বোতলের সংখ্যা তিন লাখ ছাড়াবে। গত মাসে কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক যেসব বোতল প্রত্যাহার করা হচ্ছে সেগুলোর মেয়াদোত্তীর্ণের তারিখ ৮ মার্চ, ২৯ মে, জুন ৪ ও জুন ১০ ছিল। সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস, এনবিসি নিউজ, সি নেট

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর