১১ মার্চ, ২০২৩ ০৮:১০

বিজিএমইএ প্রেজেন্টস ১ম ডিআরএমসি জাতীয় বিজনেস কার্নিভাল উদ্বোধন

অনলাইন ডেস্ক

বিজিএমইএ প্রেজেন্টস ১ম ডিআরএমসি জাতীয় বিজনেস কার্নিভাল উদ্বোধন

বিজিএমইএ প্রেজেন্টস ১ম ডিআরএমসি জাতীয় বিজনেস কার্নিভাল- ২০২৩’ এর বর্ণিল উদ্বোধন শুক্রবার ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে অনুষ্ঠিত হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিএমইএ এর সভাপতি ফারুক হাসান। বিশেষ অতিথি কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ, এনডিসি, পিএসসি। 

তিন দিনব্যাপী এ কার্নিভালে বিজনেস প্রজেক্ট ডিসপ্লে, বিজনেস কুইজ, বিজনেস অলিম্পিয়াড, এনালিটিক্যাল এবিলিটি, বাজার কুইজ, স্টার্ট আপ বিজনেস আইডিয়াসহ ২৩টি ইভেন্টে দেশের শতাধিক খ্যাতনামা স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের চার সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করবে। 

এছাড়াও উপস্থিত ছিলেন কলেজের ক্লাবসমূহের প্রধান সমন্বয়ক সহযোগী অধ্যাপক মোহাম্মদ নূরুন্নবী, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক এবং কার্নিভালের আহ্বায়ক মোঃ আহসানুল হক, সরকারি-বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, অভিভাবকমন্ডলী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। 

স্মার্ট বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনায় ব্যবসায় উদ্যোক্তা হয়ে ৪র্থ শিল্প বিপ্লবে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা এবং ২০৪১ সালের রূপকল্প বাস্তবায়নে নবীনদের উৎসাহিত করতেই এই তিনদিনব্যাপী বিজনেস কার্নিভাল এর আয়োজন। আগামী ১২ মার্চ ২০২৩ রবিবার তিন দিনব্যাপি এ আয়োজনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর