২৩ এপ্রিল, ২০২৩ ১৮:১৭

স্বর্ণে ভারতের অতিধনীদের বিনিয়োগ বেড়েছে

অনলাইন ডেস্ক

স্বর্ণে ভারতের অতিধনীদের বিনিয়োগ বেড়েছে

স্বর্ণে ভারতীয়দের বিনিয়োগের হার আগের তুলনায় বেড়েছে। অন্য ক্ষেত্রের তুলনায় মুনাফাও পাওয়া যাচ্ছে বেশি। 

বিশ্বের অতিধনীদের মধ্যে স্বর্ণে বিনিয়োগের দিক দিয়ে ভারতীয়দের অবস্থান দ্বিতীয়। অধিক লাভের আশায় এই অতিধনীরা স্বর্ণ কেনায় বেশি মনোযোগী বলে উঠে এসেছে এক সমীক্ষায়।

২০১৮ সালে যেখানে ভারতের অতিধনীরা তাদের নিট (মোট) সম্পদের চার শতাংশ বিনিয়োগ করতেন স্বর্ণে। ২০২২ সালে সেই পরিমাণ বেড়ে ৬ শতাংশ হয়েছে। 

রিয়েল এস্টেট কনসালটেন্সি (আবাসন খাত বিষয়ক পরামর্শক) প্রতিষ্ঠান নাইট ফ্রাঙ্কের এক সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে।

নাইট ফ্রাঙ্কের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের অতিধনীদের মধ্যে ভারতীয়রা স্বর্ণে বিনিয়োগের ক্ষেত্রে দ্বিতীয়। শীর্ষ স্থানে রয়েছে অস্ট্রিয়া। ওই দেশের ধনীরা তাদের নিট সম্পদের সর্বোচ্চ ৮ শতাংশ সোনা মজুদে বিনিয়োগ করেন। চীনও রয়েছে ঠিক অস্ট্রিয়ার পেছনে। চীনা অতিধনীরা নিজেদের নিট সম্পদের ৬ শতাংশ দিয়ে স্বর্ণ কিনে রাখেন। 

নাইট ফ্রাঙ্কের প্রতিবেদন মতে, স্বর্ণ কিনে রাখলে সাম্প্রতিক সময়ে লাভ বেশি হয়। এ জন্য অতিধনীরা দিন দিন স্বর্ণ কেনার ক্ষেত্রে বেশি বিনিয়োগ করছেন। ২০১৮ সাল থেকে এখন পর্যন্ত স্বর্ণের দাম ৮০ শতাংশ বেড়েছে। মুম্বাইতে ১০ গ্রাম স্বর্ণের দাম ২০১৮ সালে ছিল ২৯ হাজার ৩০৪ রুপি। ২০২৩ সালে একই পরিমাণ স্বর্ণ বিক্রি হচ্ছে ৫২ হাজার ৭৬০ রুপিতে। 

 

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর