১৮ জুন, ২০২৩ ১৬:১৪

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ঋণের ৯ শতাংশ সুদহার সীমা তুলে নিল বাংলাদেশ ব্যাংক

অনলাইন ডেস্ক

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ঋণের ৯ শতাংশ সুদহার সীমা তুলে নিল বাংলাদেশ ব্যাংক

নিয়ন্ত্রণের শত চেষ্টার পরও নিত্যপণ্যের দাম বেড়ে চলেছে। এতে নিম্ন ও মধ্যবিত্তরা পিষ্ট। ফলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ঋণ সংকোচনমূলক মুদ্রানীতি গ্রহণ করেছে বাংলাদেশ ব্যাংক। এর অংশ হিসেবে ঋণের ৯ শতাংশ সুদহার সীমা তুলে নিয়েছে তারা।

রবিবার বিকাল ৩টায় বাংলাদেশ ব্যাংকে সংবাদ সম্মেলেনে ২০২৩-২৪ অর্থ-বছরের প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর) ‘মনিটারি পলিসি স্টেটমেন্ট (এমপিএস)’ প্রকাশ করেন গভর্নর আব্দুর রউফ তালুকদার। এসময় এ কথা জানান তিনি।

গভর্নর বলেন, এবার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে জোর দেয়া হয়েছে। তাই সুদের হার নিয়ে নতুন ঘোষণা দেয়া হলো। ব্যাংক ঋণের সর্বোচ্চ ৯ শতাংশ সুদের হার সীমা তুলে নেয়া হয়েছে।

অনুষ্ঠানে ডেপুটি গভর্নরসহ বিএফআইইউয়ের প্রধান কর্মকর্তা, চিফ ইকোনমিস্ট, গবেষণা বিভাগের নির্বাহী পরিচালক এবং বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তা উপস্থিত রয়েছেন।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর