১৯ জুন, ২০২৩ ১২:০৯

১৬ দিনে দেশে এসেছে ১১২ কোটির ডলার

অনলাইন ডেস্ক

১৬ দিনে দেশে এসেছে ১১২ কোটির ডলার

ফাইল ছবি

অর্থ বছরের শেষ মাস জুনে এসে ঘুরে দাঁড়াচ্ছে প্রবাসীয় আয়। বাংলাদেশ ব্যাংকের হাল নাগাদ চিত্র এমনই ইঙ্গিত দিচ্ছে। গতকাল রবিবার এ তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।

তথ্য অনুযায়ী, চলতি ডিসেম্বর মাসের ১৬ দিনে প্রবাসী আয় এসেছে ১১২ কোটি ৫৯ লাখ মার্কিন ডলার। টাকার অঙ্কে যা ১২ হাজার ২১৬ কোটি ১ লাখ ৫০ হাজার টাকা (প্রতি ডলার ১০৮ টাকা ৫০ পয়সা হিসেবে। )  

তথ্য অনুযায়ী, অর্থবছরের শেষ মাস জুনের ১৬ দিনে প্রতিদিন বৈদেশিক আয় এসেছে ৭ কোটি ৩ লাখ ৬৮ হাজার ৭৫০ ডলার। যা আগের মে মাস ও আগের বছরের জুন মাসের একই সময়ের চেয়ে বেশি। আগের মাস মে-তে প্রবাসীরা প্রতিদিন পাঠিয়েছিলেন ৫ কোটি ৬৩ লাখ ৮৭ হাজার ৬৬৬ মার্কিন ডলার।

আর আগের বছর ২০২২ সালের জুন মাসে প্রবাসীরা প্রতিদিন পাঠিয়েছিলেন ৬ কোটি ১২ লাখ ৪২ হাজার ৩৩৩ ডলার। এ বিবেচনায় জুন মাসে প্রবাসী আয় বেশি পাঠাচ্ছেন প্রবাসীরা।  

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর