২৬ জুলাই, ২০২৩ ০৮:৩৬

রুপিতে এলসির প্রথম চালান এলো দেশে

বেনাপোল প্রতিনিধি

রুপিতে এলসির প্রথম চালান এলো দেশে

সংগৃহীত ছবি

ভারত-বাংলাদেশ সরকারের পণ্য আমদানিতে রুপিতে এলসি উদ্বোধনের প্রথম চালান বেনাপোল বন্দর দিয়ে দেশে প্রবেশ করেছে। গতকাল মঙ্গলবার (২৫ জুলাই) সন্ধ্যার দিকে ভারতের পেট্রাপোল বন্দর হয়ে ১ কোটি ২৩ লাখ ১৭ হাজার ৭৬০ রুপি মূল্যের মোটর যন্ত্রাংশের চারটি ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করে।

এসব পণ্যের আমদানিকারক নিতা কোম্পানি লিমিটেড এবং রপ্তানিকারক ভারতের টাটা মটরস।  

এর আগে, গত ১১ জুলাই ঢাকায় ভারতীয় দূতাবাস প্রতিনিধি, বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্যিক সংগঠনের সঙ্গে একটি বৈঠকে রুপিতে আমদানি বাণিজ্যের এলসি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

বন্দর সূত্রে জানা গেছে, গত বছর বৈশ্বিক মন্দায় ডলার সংকটে দুই দেশের ব্যবসায়ীরা চাহিদামতো পণ্য আমদানি-রপ্তানি করতে পারেনি। এতে বাংলাদেশের শিল্প-কলকারখানার উৎপাদনসহ দেশের উন্নয়নমূলক কাজে বিঘ্ন ঘটেছে। এরই পরিপ্রেক্ষিতে দু’দেশের সরকারের মতামতের ভিত্তিতে রুপিতে পণ্য আমদানিতে সম্মত হয়। নতুন এই পদ্ধতি দ্রুত পণ্য আমদানির ক্ষেত্রে বড় ভূমিকা রাখার পাশাপাশি ডলারের বিকল্প হিসেবে বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

বেনাপোল আমদানি-রপ্তানি সমিতির সহ-সভাপতি আমিনুল হক বলেন, রুপিতে আমদানি ব্যয় মেটানোর বিষয়ে গত এক দশক আগে আলোচনা শুরু হয়। তবে গত বছর রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ডলার সংকট দেখা দিলে রুপিতে পণ্য আমদানির বিষয়টি নতুন করে দু’দেশের সরকারের কাছে প্রাধান্য পায়।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর