৩১ জুলাই, ২০২৩ ১৬:৫৫

সূচকের পতনে পুঁজিবাজারে লেনদেন কমল

অনলাইন ডেস্ক

সূচকের পতনে পুঁজিবাজারে লেনদেন কমল

প্রতীকী ছবি

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার পুঁজিবাজারে সূচকের সামান্য পতনের মধ্যদিয়ে লেনদেন শেষ হয়েছে। এ দিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বাড়লেও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসই প্রধান মূল্যসূচক ডিসইএক্স ৯ পয়েন্ট কমে ৬ হাজার ৩২৪ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট কমে যথাক্রমে ১৩৭০ ও ২১৫৭ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে ৬৬৫ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে ৩৯ কোটি টাকা বেড়েছে। আগের দিন ডিএসইতে ৬২৬ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।

সোমবার ডিএসইতে ৩৪০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ৫৪টি কোম্পানির, কমেছে ১১৩টি এবং অপরিবর্তিত রয়েছে ১৭৩টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।

এ দিন লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠান হলো-জেএমআই হসপিটাল, ফুওয়াং ফুড, সি পার্ল, কন্টিনেন্টাল ইন্সুরেন্স, খান ব্রাদার্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, ডেল্টা লাইফ, জনতা ইন্সুরেন্স, বিএসসি ও মেট্রো স্পিনিং।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এ দিন ১৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৬৮৩ পয়েন্টে। এদিন সিএসইতে হাতবদল হওয়া ১৬০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৪০টির, কমেছে ৬৯টি এবং অপরিবর্তিত রয়েছে ৫১টির কোম্পানির শেয়ার দর।

সোমবার সিএসইতে ১০ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে প্রায় ৫ কোটি টাকার লেনদেন কমেছে। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ১৫ কোটি ৮১ লাখ টাকার।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর