১৮ আগস্ট, ২০২৩ ১৬:৪৪

গত বছর বিশ্বে মিলিয়নিয়ার তকমা হারিয়েছে ৩৫ লাখ মানুষ

অনলাইন ডেস্ক

গত বছর বিশ্বে মিলিয়নিয়ার তকমা হারিয়েছে ৩৫ লাখ মানুষ

গত বছর (২০২২) বিশ্বে ‘ডলার মিলিয়নিয়ারের’ সংখ্যা কমেছে ৩৫ লাখ। ২০০৮ সালের পর এটাই সর্বোচ্চ মিলিয়নিয়ার কমার রেকর্ড বলে দাবি করা হয়েছে ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে। 

মূল্যস্ফীতি ঠেকাতে বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদহার বৃদ্ধি করেছে। তার প্রভাবই পড়েছে মিলিয়নিয়রের তালিকায়। 

ক্রেডিট সুইস ও ইউবিএস গ্লোবাল ওয়েলথের বার্ষিক প্রতিবেদনে জানা গেছে, ২০২২ সালে বিশ্বের ব্যক্তিগত সম্পদ ২ দশমিক ৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪৫৪ ট্রিলিয়ন ডলারে। বলা হয়েছে, এই সম্পদহানির প্রধান কারণ হচ্ছে স্টক ও বন্ড মার্কেটের পতন। এর ফলেই ধনীরা সামঞ্জস্যহীনভাবে বেশি আক্রান্ত হয়েছেন।

কেবল যুক্তরাষ্ট্রেই মিলিয়নিয়রের সংখ্যাই কমেছে, ১৮ লাখ। 

তবে ক্রেডিট সুইসের পূর্বাভাস, আগামী পাঁচ বছরে বৈশ্বিক সম্পদ বাড়বে ৩৮ শতাংশ। ২০২৭ সালে যার পরিমাণ দাঁড়াবে ৬২৯ ট্রিলিয়ন। আর প্রবৃদ্ধির নেতৃত্ব দেবে মধ্যম আয়ের দেশগুলো।

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর