২১ অক্টোবর, ২০২৩ ০৬:৩২

বিশ্ববাজারে বিটকয়েনের দাম ২ মাসে সর্বোচ্চ

অনলাইন ডেস্ক

বিশ্ববাজারে বিটকয়েনের দাম ২ মাসে সর্বোচ্চ

প্রতীকী ছবি

নতুন করে আবারও সুবাতাস বইতে শুরু করেছে ক্রিপ্টোকারেন্সি বাজারে। প্রতি বিটকয়েনের দাম ৩০ হাজার ডলার ছাড়িয়ে গেছে। যা গত ২ মাসের মধ্যে সর্বোচ্চ।

শুক্রবার (২০ অক্টোবর)এক বিটকয়েনের দর ৩০ হাজার ডলারের ওপরে উঠেছে। গত জুলাইয়ের পর এ প্রথম ক্রিপ্টোটির দাম এত উঠলো। সবমিলিয়ে গত সপ্তাহে বিটকয়েনের মূল্য বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশেরও বেশি। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

ডিজিটাল বাজারের প্রধান মুদ্রা বিটকয়েন। আলোচ্য কার্যদিবসে যার দর উঠেছে ৩০ হাজার ২২ ডলারে। গত ২৩ জুলাইয়ের পর যা সবচেয়ে বেশি। শুধু একদিনেই কারেন্সিটির মূল্য ঊর্ধ্বমুখী হয়েছে ৪ শতাংশেরও বেশি।  লন্ডন ক্রিপ্টো ফার্ম এনিগমা সিকিউরিটিজের গবেষণার প্রধান জোসেফ এডওয়ার্ডস বলেন, বিটকয়েনের দর বৃদ্ধির জন্য কোনও তাৎক্ষণিক সংবাদ অনুঘটক ছিল না।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে বৈশ্বিক আর্থিক বাজার চাপে রয়েছে। ফিলিস্তিন ও ইসরায়েল যুদ্ধের কারণে বিনিয়োগকারীদের মনোভাব বিপর্যস্ত হয়েছে। 


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর